ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ
আকাশের নীলে তারা
আকাশ মেখেছে গায়ে নীল রঙ
অপরূপ তার রূপ
নীল যেন ঝরে পৃথিবীর বুকে
আনন্দে টুপ টুপ।
আকাশের বুকে এতো কেনো নীল?
প্রশ্নটা জাগে মনে
কিছু নীল এনে পৃথিবীর বুকে
দিতে চাই জনে জনে।
অগণন তারা জ্বলজ্বল করে
আকাশের বুকে হাসে
আকাশ তো নয় একাকী কখনো
কতো তারা তার পাশে।
আকাশের নীল হতে যদি পারি
হাসতো এ বুকে তারা
আকাশ বলছে 'শোন হে খোকন
হয়ো না আত্মহারা।
মন করো সাদা ফুটবে সাদায়
মনের আকাশে নীল
সাদা মনে নীল তারায় তারায়
করবেই ঝিলমিল।'
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন