সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আকাশের নীলে তারা - বাসুদেব খাস্তগীর

ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ 
আকাশের নীলে তারা




আকাশ মেখেছে গায়ে নীল রঙ
অপরূপ তার রূপ
নীল যেন ঝরে পৃথিবীর বুকে
আনন্দে টুপ টুপ।

আকাশের বুকে এতো কেনো নীল?
প্রশ্নটা জাগে মনে
কিছু নীল এনে পৃথিবীর বুকে
দিতে চাই জনে জনে।

অগণন তারা জ্বলজ্বল করে
আকাশের বুকে হাসে
আকাশ তো নয় একাকী কখনো
কতো তারা তার পাশে।

আকাশের নীল হতে যদি পারি
হাসতো এ বুকে তারা
আকাশ বলছে 'শোন হে খোকন
হয়ো না আত্মহারা।

মন করো সাদা ফুটবে সাদায়
মনের আকাশে নীল
সাদা মনে নীল তারায় তারায়
করবেই ঝিলমিল।'

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।