সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

দীপ মুখোপাধ্যায়ের ছড়া - আকাশতলা
আকাশতলা - দীপ মুখোপাধ্যায়
আকাশতলা

চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা
পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা
দাপিয়ে বেড়ায় মাঠ-বেমাঠে সবজে ফড়িংগুলো
দুধসাদা বক ঠোঁট বাড়িয়ে গুগলি-শামুক ছুঁল
নকশি-কাঁথার থরবিথরে সুয্যি আলো ছড়ায়
মাছ লাফালো তালপুকুরে হাঁসরা হেসে গড়ায়
বনবাদাড়ে ঘাসপাতারা নরম হাওয়ায় দোলে
নীলচে আকাশ ঠিক তখুনি মন রঙিয়ে তোলে
তরতরিয়ে গিরগিটিটা ঝোপ ফুঁড়ে যায় ঝোপে
এক নিমেষে যায় মিলিয়ে লতার ঘেরা টোপে
কিচমিচিয়ে ছোট্ট পাখি খুটছে এটা ওটা
পদ্মপাতায় ঝিকিয়ে ওঠে আলতো জলের ফোঁটা
মনভোলানো রহস্যময় রঙ লেগেছে ফুলে
মুখ বাড়িয়ে দেখছি মনের জানলা কপাট খুলে
হাত ছানি দেয় দিব্যি ওরা কেউ বেশি কেউ কম
মেঘ ছায়া রোদ এড়িয়ে যেতে পারব না একদম

*****------*****

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।