সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দুইটি ছড়াক্কা - সুমী চট্টোপাধ্যায় দাস

ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ। 
দুইটি ছড়াক্কা




১) খরস্রোতা
দেখব বলে নদীর ছোটা পৌঁছে গেলাম ফারাক্কা,
খুব খুশিতে উছলে নদী
বলল আমায়, এলিই যদি
বলিস গিয়ে দামোদরে
পাচ্ছে প্রচার ঘরে ঘরে
বাদল-ভরা নদের মতো দুর্গাপুরের ছড়াক্কা৷

২) শহীদ
বুকের রক্ত ঢাললো যাঁরা স্বাধীনতার শ্বেতবেদীতে
ভুললে তাঁদের চরম পাপ,
নেই যে ক্ষমা, নেই যে মাপ,
আত্মদানের ফুলবাগিচা
গোলাপ ফোটায়, ব্যথার খোঁচা!
স্মরণ করি, বরণ করি শহীদগণে শুদ্ধ চিতে৷

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।