ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ।
দুইটি ছড়াক্কা১) খরস্রোতা
দেখব বলে নদীর ছোটা পৌঁছে গেলাম ফারাক্কা,
খুব খুশিতে উছলে নদী
বলল আমায়, এলিই যদি
বলিস গিয়ে দামোদরে
পাচ্ছে প্রচার ঘরে ঘরে
বাদল-ভরা নদের মতো দুর্গাপুরের ছড়াক্কা৷
২) শহীদ
বুকের রক্ত ঢাললো যাঁরা স্বাধীনতার শ্বেতবেদীতে
ভুললে তাঁদের চরম পাপ,
নেই যে ক্ষমা, নেই যে মাপ,
আত্মদানের ফুলবাগিচা
গোলাপ ফোটায়, ব্যথার খোঁচা!
স্মরণ করি, বরণ করি শহীদগণে শুদ্ধ চিতে৷
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন