সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাজার - অমরেশ বিশ্বাস

বাজার

ছড়াকারের কন্ঠে ছড়া পাঠ 
বাজার





বাজেরে গিয়ে হটাৎই যেন মাথাটা ঘুরে গেল
পড়ে যেতে দেখেই সবাই দৌড়ে ছুটে এল।
কী হয়েছে, কী হয়েছে, পড়ল কেমন করে?
কেউ বলে, যা নিয়ে আয় তো ডাক্তারকে ধরে।
কি হয়েছে, পড়ল কেন? জানা তা দরকার
বাজারে 
এখন এমন ঘটনা ঘটছে যে আকছার।
ঠান্ডা জলের ঝাপটা দিল কেউ বা দিল হাওয়া
কেউ জানতে চায় সকালে কী হয়েছে খাওয়া?
ততক্ষনে ডাক্তার বাবু হাজির হলেন এসে
“কী হয়েছে?” চান জানতে শুকনো হাসি হেসে।
ডাক্তারকে তখন খুলে বলল আত্মারাম
ভাবিনি হবে ডালের এমন আকাশ ছোঁয়া দাম।
বলুন দেখি তেলের দাম কোথায় গেছে চড়ে
এমন যদি দাম হয় তবে কে যাবে না পড়ে?
মাছ, মাংসের দামের কথা আর বলতে চাইনে
বলা মুশকিল ও সব জিনিস কত কাল যে খাইনে।
রাজভোগ নয়, শুধু দু-মুঠো ডাল ভাতই তো চাই
দাম দেখে তো, হচ্ছে মনে তা ও ভাগ্যে নাই।
পাঁচশ টাকার কড়কড়ে নোট ফুরোয় নিমেষেতে
কত না ঘাম হয় ঝরাতে এক খানা নোট পেতে।
সব জিনিসের দাম বাড়ছে হোক সে আলু, পেয়াজ
হয় না কেন মানুষের দাম বাড়ার কোন রেওয়াজ।
ডাক্তার বাবু, বাজারে এলেই বাড়ে রক্ত চাপ
ছাপোষা সব মানুষ গুলোর বাঁচাই যেন পাপ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,