ছড়াকার আলী হোসেনের জনপ্রিয় ছড়া - মন কি বাত মন কি বাত রেকর্ড গড়ছি আমি যাবৎ কালে টাকার মূল্য সবচেয়ে নিম্ন গামী রেকর্ড ভাঙছি আমি মানুষের চে' দেখো এখন পশুর জীবন দামী রেকর্ড গড়ছি আমি দেশ নয় দেশবাসীর মূল্য অনেক গেছে নামি রেকর্ড ভাঙছি আমি দেশের টাকা বিদেশ যাওয়া অনুপাত হল দামি রেকর্ড গড়ছি আমি অপবিজ্ঞানের প্রচার দেখে বিজ্ঞান গেছে থামি রেকর্ড গড়ছি আমি যুক্তিতে নয় ভক্তিতে জয় এই মন্ত্রই দামি রেকর্ড গড়ছি আমি বেকার যুবক শিক্ষা ছেড়ে খেলছে দেখো রামি রেকর্ড ভাঙছি আমি স্কুল তুলে শিক্ষার মূলে আঘাত হানছি মামী রেকর্ড গড়ছি আমি জাতি নয় জাত-ধর্ম বড় বলছে দেশের স্বামী -----x---- ছড়াকারের আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন
বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন, ছড়ার পাতা,