সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

আলী হোসেন। দুই ছড়াক্কা

ছড়াকার আলী হোসেনের জনপ্রিয় ছড়া, ছড়াক্কা  অলীক সুখ মুখের আড়ালে অন্য মুখ তাতেই দেখাও অলীক সুখ মুখোশ পরে বাসছো ভালো মাখিয়ে মুখে চাঁদের আলো আড়াল থেকে মারছো ছুরি করছো আমার পুকুর চুরি তাতেই নাকি পালটে দেশে আসবে সে এক নতুন যুগ! দেখাও, এযুগেরই নায়ক তুমি স্বপ্নপুরির সোনার মুখ বলছো তুমি রাজার মত সারিয়ে নাকি বুকের ক্ষত রথ ছুটিয়ে আসছো তুমি গড়তে নতুন ভারত ভূমি যাতে, ভোগ করবে এদেশবাসি মর্ত্যে বসেই স্বর্গসুখ! ---------x---------- ছড়াকারের আরও ছড়া পড়তে  এখানে ক্লিক করুন

রাজা সাজা - রূপক চট্টরাজ

রাজা সাজা রাজা সাজার শখ হয়েছে মুকুট কোথায় পাব সেই কথাটা ভাবছি আমি তুমিও একটু ভাবো

এই মুঠোতে - মালিপাখি

এই মুঠোতে এই মুঠোতে অবাধ খুশি । চাঁদনি মনের আলো ! এই মুঠোতে তোমরা সবাই গানের মতো ভালো !! এই মুঠোতে টুনটুনি,বক, ঢেউ মোড়া ধান পাখি ! এই মুঠোতে ডুগডুগি মন। একলা জেগে থাকি !!

ছুটির পরে - নিলুফার মতিন

ছুটির পরে ঢং ঢং ঢং ঘণ্টা বাজে পড়ালেখা ছুটি রঙ রঙ রঙ নানা সাজে ফুল হয়ে আয় ফুটি শোন শোন শোন বিকেলবেলা আয়রে সবাই জুটি দূর দূর দূর মাঠের পরে খেলবো লুটোপুটি।

কাকলি গুহ রক্ষিত। ছড়াক্কা।

এখনও বসন্ত আসে এখনও পলাশের রঙ লাল এখনও মাঝি ধরে থাকে হাল এখনও কোকিলের ডাক শুনি এখনও মাস দিন ক্ষণ গুনি চারিদিকে গোলা বারুদের গন্ধ প্রতিবাদ কলকারখানা বন্ধ তবুও তো বাগানে ফুল ফোটে চাঁদ ওঠে,হেসে ওঠে আগামীকাল।

শংকর দেবনাথ। ছড়াক্কা।

আলো হাসেআঁধারে যদি থাকে বাবা আর মা ধারে। কোনো ভয় ভয় নয়- মনও রয় খুশিময়। কালো ঘুচে আলো হাসে আঁধারে।

স্মৃতিমাধুরী দাস। ছড়াক্কা

মুকুর জেগে থাকি হাতে নিয়ে প্রিয় মুখ ছায়া ভেসে যায় একে একে ফেলে আসা জলছবি কবে কোন আলো মেখে সেজে ছিল সে পূরবী মন জুড়ে তোলপাড় খুঁজে ফেরে মায়া।