সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এই মুঠোতে - মালিপাখি

এই মুঠোতে

এই মুঠোতে অবাধ খুশি । চাঁদনি মনের আলো !
এই মুঠোতে তোমরা সবাই গানের মতো ভালো !!

এই মুঠোতে টুনটুনি,বক, ঢেউ মোড়া ধান পাখি !
এই মুঠোতে ডুগডুগি মন। একলা জেগে থাকি !!

এই মুঠোতে শাপলা পুরের রাখাল বাজায় বাঁশি !
এই মুঠোতে মোহর ছড়ায় কুরচি ফুলের হাসি !!

এই মুঠোতে বাজনা গাঁয়ের শিউলি বাতাস ওড়ে!
এই মুঠোতে ঝালকাঠি ভোর ছুটছে ঘোড়ায় চড়ে!!

এই মুঠোতে কাঠবেলি, যুঁই, শিউলি, টগর ফোটে
এই মুঠোতে আকাশ পুরের কু ঝিকঝিক ছোটে !

এই মুঠোতে কেবল নাচে ঝিমলি রাতের তারা !
এই মুঠোতে মেঘনা, ঘাঘট, রূপসা নদীর ধারা !!

এই মুঠোতে মায়ের আদর,খোকন কোথায় যাবি
এই মুঠোতে জলছবি ঘাস, পালকি পুরের চাবি !

এই মুঠোতে চাঁদের পাহাড়, ক্ষীরের পুতুল খেলা !
এই মুঠোতে হাতছানি দেয় সেই যে কিশোরবেলা!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,