কাকের বিয়ে
জুলফিকার শাহাদাৎ
কাক গিয়েছে কোলকাতাতেসঙ্গে ছিল কোকিল,
বলল কী কাক? শোন কোকিলা
আমার বিয়ের উকিল...
গঙ্গাপুরের এক কানিবক,
বলবো তাকে গিয়ে,
করতে এলাম বিয়ে।
কোকিল বলল, আজ্ঞে,
কোলকাতাতে ঘুরেফিরে
কয়েকটা দিন যাকগে।
এই সুযোগে খবর নেব
কোথায় আছে ময়না?
তাকে নিয়ে কিনতে হবে
নতুন বউয়ের গয়না।
কাক বলল, তাইরে
কেনাকাটা করে না হয়
গঙ্গাপুরে যাইরে।
গঙ্গাপুরের উকিল বাবার
পছন্দ খুব মিষ্টি খাবার
তাই বলছি, দু’চার কেজি
দই মিষ্টি নিসরে,
কোকিল বলল, ইসরে!
কোলকাতাতে ঘুরে ফিরে
দই মিষ্টি নিয়ে
কাক ও কোকিল হাজির হল
গঙ্গাপুরে গিয়ে।
গঙ্গাপুরে যাবার পর
বক বলল, “কী খবর?
ওহ, হ্যাঁ হ্যাঁ বুঝেছি,
তোমার জন্য হন্যে হয়ে
পাত্রী অনেক খুঁজেছি।
ভাগ্য তোমার যা মন্দ
কারোরই নও পছন্দ।
দাও তো এবার ফি গো
দেখবো ভেবে ভবিষ্যতে
করতে পারি কী গো!”
কী ঘটেছে তৎক্ষণাৎ
বলছি শুনুন, অকস্মাৎ-
মাথার উপর ভাঙল যেন হাঁড়ি,
গোঁমড়া মুখে কাকটি তখন
উড়াল দিল বাড়ি।
---------xx-------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন