সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কাকের বিয়ে - জুলফিকার শাহাদাৎ

কাকের বিয়ে

কাক গিয়েছে কোলকাতাতে
সঙ্গে ছিল কোকিল,
বলল কী কাক? শোন কোকিলা
আমার বিয়ের উকিল...
গঙ্গাপুরের এক কানিবক,
বলবো তাকে গিয়ে,
করতে এলাম বিয়ে।

কোকিল বলল, আজ্ঞে,
কোলকাতাতে ঘুরেফিরে
কয়েকটা দিন যাকগে।

এই সুযোগে খবর নেব
কোথায় আছে ময়না?
তাকে নিয়ে কিনতে হবে
নতুন বউয়ের গয়না।

কাক বলল, তাইরে
কেনাকাটা করে না হয়
গঙ্গাপুরে যাইরে।

গঙ্গাপুরের উকিল বাবার
পছন্দ খুব মিষ্টি খাবার
তাই বলছি, দু’চার কেজি
দই মিষ্টি নিসরে,
কোকিল বলল, ইসরে!

কোলকাতাতে ঘুরে ফিরে
দই মিষ্টি নিয়ে
কাক ও কোকিল হাজির হল
গঙ্গাপুরে গিয়ে।

গঙ্গাপুরে যাবার পর
বক বলল, “কী খবর?
ওহ, হ্যাঁ হ্যাঁ বুঝেছি,
তোমার জন্য হন্যে হয়ে
পাত্রী অনেক খুঁজেছি।
ভাগ্য তোমার যা মন্দ
কারোরই নও পছন্দ।

দাও তো এবার ফি গো
দেখবো ভেবে ভবিষ্যতে
করতে পারি কী গো!”

কী ঘটেছে তৎক্ষণাৎ
বলছি শুনুন, অকস্মাৎ-
মাথার উপর ভাঙল যেন হাঁড়ি,
গোঁমড়া মুখে কাকটি তখন
উড়াল দিল বাড়ি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,