সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুড়িয়ে পাওয়া ঘুড়ি - মুন্সী সাদিক সালেহ

কুড়িয়ে পাওয়া ঘুড়ি

কাঁটা তারের ওপর দিয়ে ঘুড়ি-
ওড়াচ্ছে কে নীলাকাশটা জুড়ি?
ঢাউস ঘুড়ির ওড়ার বাহার দেখে
গাংচিল কি অমনি উড়তে শেখে?
রঙ্গিন যে তার ঝালরগুলো বেশ!
তারচেয়ে কি রঙ্গিন ঘুড়ির দেশ?
ভাবতে ভাবতে হঠাৎ দেখি ছিঁড়ে
ঢাউস ঘুড়ি ছুটছে ধীরেধীরে!

সুতোকাটায় গোত্তা খেতে খেতে
সাধের ঘুড়ি আছড়ে পড়ল ক্ষেতে।
দৌড়ে গিয়ে কুড়িয়ে নিলাম তাকে
বন্ধুরা সব জুটলো আমার ডাকে।
অবাক হয়ে দেখছি ঘুড়ির দেহে
সোনার বাংলা লিখলো তাতে কে হে?
তার মানে কি ঘুড়ির দেশেও রবি-
এঁকেছিলেন সোনার বাংলার ছবি?
কুড়িয়ে পাওয়া ঘুড়ি বলছে, খোকা-
এমন করে ভাবছিস কিরে বোকা?

এদেশ ওদেশ দুই দেশেতেই উড়ি,
দুই দেশেতেই আমার নামটি ঘুড়ি।
কাঁটাতারের বেড়ার সাধ্যি কি রে
রাখতে পারে আমায় আটকে ঘিরে?
সোনার বাংলা টুকরো করলো যারা
ঘুড়ির খবর জানতো নাকি তাঁরা?
বাহ কি মজা আমিও হব ঘুড়ি
ইচ্ছেমতো উড়বো আকাশ জুড়ি।
এপার বাংলা ওপার বাংলা মিলে
'সোনার বাংলা' ঠাকুর লিখেছিলে।

আমার সোনার বাংলাই ভালোবাসি
হাজার জন্মে বাংলায় ফিরে আসি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,