সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সতীশ বিশ্বাসের ২ ছড়াক্কা


বেচা কেনা

জীবন যাদের কাছে হাট বা বাজার,
জানে শুধু বেচা-কেনা,
বোঝে শুধু লেনা-দেনা।
বোন,বন্ধু, দিদি,ভাই,
কোনই তফাত নাই।
লোভে ভরা মগজটি বাদশা-রাজার।


ডিগবাজি

কী? করবে-রাজনীতি? খেতে পারো ডিগবাজি?
বেশ, যদি পারো তবে
আগে চেলা হতে হবে
কোন এক মন্ত্রীর।
রেখো সদা নতশির।
তিনি যা কবেন, তাতে বলা চাই-‘হাঁজি’-‘হাঁজি’।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।