সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

ছড়াক্কা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দুইটি ছড়াক্কা - সুমী চট্টোপাধ্যায় দাস

ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ।  দুইটি ছড়াক্কা ১) খরস্রোতা দেখব বলে নদীর ছোটা পৌঁছে গেলাম ফারাক্কা, খুব খুশিতে উছলে নদী বলল আমায়, এলিই যদি বলিস গিয়ে দামোদরে পাচ্ছে প্রচার ঘরে ঘরে বাদল-ভরা নদের মতো দুর্গাপুরের ছড়াক্কা৷ ২) শহীদ

বরষা - মিতালি রায়।

ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ।  বরষা পুবের হাওয়ায় শুনতে যে পাই তাহার চরণধ্বনি সে সুন্দরের পরশখানি পাওয়ার আশায় আজ দোপাটি আনন্দেতে দুলছে দোদুল গাঁথছে মালা বরষার ফুল প্রতীক্ষা কি শেষ হল আজ দীর্ঘ প্রহর গুণি !

আলী হোসেন। দুই ছড়াক্কা

ছড়াকার আলী হোসেনের জনপ্রিয় ছড়া, ছড়াক্কা  অলীক সুখ মুখের আড়ালে অন্য মুখ তাতেই দেখাও অলীক সুখ মুখোশ পরে বাসছো ভালো মাখিয়ে মুখে চাঁদের আলো আড়াল থেকে মারছো ছুরি করছো আমার পুকুর চুরি তাতেই নাকি পালটে দেশে আসবে সে এক নতুন যুগ! দেখাও, এযুগেরই নায়ক তুমি স্বপ্নপুরির সোনার মুখ বলছো তুমি রাজার মত সারিয়ে নাকি বুকের ক্ষত রথ ছুটিয়ে আসছো তুমি গড়তে নতুন ভারত ভূমি যাতে, ভোগ করবে এদেশবাসি মর্ত্যে বসেই স্বর্গসুখ! ---------x---------- ছড়াকারের আরও ছড়া পড়তে  এখানে ক্লিক করুন

কাকলি গুহ রক্ষিত। ছড়াক্কা।

এখনও বসন্ত আসে এখনও পলাশের রঙ লাল এখনও মাঝি ধরে থাকে হাল এখনও কোকিলের ডাক শুনি এখনও মাস দিন ক্ষণ গুনি চারিদিকে গোলা বারুদের গন্ধ প্রতিবাদ কলকারখানা বন্ধ তবুও তো বাগানে ফুল ফোটে চাঁদ ওঠে,হেসে ওঠে আগামীকাল।

শংকর দেবনাথ। ছড়াক্কা।

আলো হাসেআঁধারে যদি থাকে বাবা আর মা ধারে। কোনো ভয় ভয় নয়- মনও রয় খুশিময়। কালো ঘুচে আলো হাসে আঁধারে।

স্মৃতিমাধুরী দাস। ছড়াক্কা

মুকুর জেগে থাকি হাতে নিয়ে প্রিয় মুখ ছায়া ভেসে যায় একে একে ফেলে আসা জলছবি কবে কোন আলো মেখে সেজে ছিল সে পূরবী মন জুড়ে তোলপাড় খুঁজে ফেরে মায়া।