সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বরষা - মিতালি রায়।

ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ। 
বরষা




পুবের হাওয়ায় শুনতে যে পাই তাহার চরণধ্বনি
সে সুন্দরের পরশখানি
পাওয়ার আশায় আজ দোপাটি
আনন্দেতে দুলছে দোদুল
গাঁথছে মালা বরষার ফুল
প্রতীক্ষা কি শেষ হল আজ দীর্ঘ প্রহর গুণি !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।