সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অজ্ঞতার দুঃখ - পবিত্র সরকার

অজ্ঞতার দুঃখ 

কত কী যে জানা হল না জীবনে
কত কী যে জানা বাকি রে
কেন চোখ বুঁজে ঘুমাই আমরা
কেন টাকে তেল মাখি রে


কেন রাত হয় দিন শেষ হলে
কেন রাত শেষে ভোর হয়
কেন ভাত খেলে খুব ঘুম পায়
কেন দুধ খেলে জোর হয়

আমরা গরমে কেন ঘেমে মরি
বাবুরা ঘুমোয় এসিতে
কেন কে বড় তা নিয়ে ঝগড়া
রোনালদো আর মেসিতে

কেন হাতি বড় পিঁপড়েরা ছোট;
উল্টোটা হলে কী হত ;
রাজার যুদ্ধে কেন যে প্রজারা
দলে দলে হয় নিহত

খিদের জ্বালাতে আত্মহত্যা
কেন যে করছে চাষিরা ---
এই নিয়ে নাকি ফিশফিশ করে
সবখানে পিসিমাসিরা

কেন এই নিয়ে পৃথিবী ফাটেনা
তার উত্তর খুঁজেছ?
এ সবের আছে কী যে মানে,সেটা
বুঝেছ? বলো কী বুঝেছ।

মন্তব্যসমূহ

  1. 'কেন ভাত খেলে ভারী ঘুম পায়' হবে, 'ভ্যাট' খেলে নয়।

    উত্তরমুছুন
  2. উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ। 'বাংলা সাহিত্য'এর সঙ্গে থাকুন।

      মুছুন
  3. উত্তরগুলি
    1. মতামতের জন্য ধন্যবাদ। 'বাংলা সাহিত্য'এর সঙ্গে থাকুন।
      আপনার নামটা জানা হল না। পরবর্তীকালে মতামতের সঙ্গে নামের উল্লেখ করলে ভালো হয়।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।