এই মুঠোতে - মালিপাখি মালি পাখির ছড়া - এই মুঠোতে এই মুঠোতে অবাধ খুশি । চাঁদনি মনের আলো ! এই মুঠোতে তোমরা সবাই গানের মতো ভালো !! এই মুঠোতে টুনটুনি,বক, ঢেউ মোড়া ধান পাখি ! এই মুঠোতে ডুগডুগি মন। একলা জেগে থাকি !! এই মুঠোতে শাপলা পুরের রাখাল বাজায় বাঁশি ! এই মুঠোতে মোহর ছড়ায় কুরচি ফুলের হাসি !! এই মুঠোতে বাজনা গাঁয়ের শিউলি বাতাস ওড়ে! এই মুঠোতে ঝালকাঠি ভোর ছুটছে ঘোড়ায় চড়ে!! এই মুঠোতে কাঠবেলি, যুঁই, শিউলি, টগর ফোটে এই মুঠোতে আকাশ পুরের কু ঝিকঝিক ছোটে ! এই মুঠোতে কেবল নাচে ঝিমলি রাতের তারা ! এই মুঠোতে মেঘনা, ঘাঘট, রূপসা নদীর ধারা !! এই মুঠোতে মায়ের আদর,খোকন কোথায় যাবি এই মুঠোতে জলছবি ঘাস, পালকি পুরের চাবি ! এই মুঠোতে চাঁদের পাহাড়, ক্ষীরের পুতুল খেলা ! এই মুঠোতে হাতছানি দেয় সেই যে কিশোরবেলা!!
বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন, ছড়ার পাতা,