সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রামকিশোর ভট্টাচার্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সেই সে কবি - রামকিশোর ভট্টাচার্য

সেই সে কবি সেই সে কবি - রামকিশোর ভট্টাচার্য সে ছিল সব এই আমাদের পদ্য পড়ার বইয়ে শিশুবেলার শব্দ যত ফুটতো কথার খই-এ ভোর হ'ল যেই জানলা খুলে সুয্যিমামার ডাক শালিক চড়ুই বুলবুলি আর দোয়েল ফিঙে কাক সবাই এসে শুনতো বসে মায়ের মুখের গান আজকে সেসব পড়লে মনে বুক করে আনচান বুকের কী আর দোষ বল ভাই নাম জানিনা কবি মনের ঘরে রাখা তবু ছন্দে আঁকা ছবি