সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সেই সে কবি - রামকিশোর ভট্টাচার্য

সেই সে কবি

রামকিশোর ভট্টাচার্যের ছড়া - সেই সে কবি
সেই সে কবি - রামকিশোর ভট্টাচার্য


সে ছিল সব এই আমাদের পদ্য পড়ার বইয়ে
শিশুবেলার শব্দ যত ফুটতো কথার খই-এ
ভোর হ'ল যেই জানলা খুলে সুয্যিমামার ডাক
শালিক চড়ুই বুলবুলি আর দোয়েল ফিঙে কাক
সবাই এসে শুনতো বসে মায়ের মুখের গান
আজকে সেসব পড়লে মনে বুক করে আনচান
বুকের কী আর দোষ বল ভাই নাম জানিনা কবি
মনের ঘরে রাখা তবু ছন্দে আঁকা ছবি


এই তো সেদিন হাসিখুশি বইটা পেয়ে ঘরে
এক সে কবির নামটা আমার বড্ড মনে পড়ে
তোমরা তাঁকে কেউ পড়নি! কেউ শোনোনি নাম!
আমি তাঁকে রোজ সকালে প্রণামটি করতাম
বলতো বাবা সেই সে তিনি কাব্যে রত্নাকর
দু'শ বছর পার হয়েছে তবু এ অন্তর
তর্ক অলঙ্কারে তাঁকে সাজিয়ে রেখে ঘরে
প্রবীণ যত পণ্ডিতেরা আজও স্মরণ করে

কিন্তু যারা আজকে সবাই পদ্যে নবাগত
মদনমোহন নামটি মনে করেনা অন্তত

----------------




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।