ঘোল
খাচ্ছি? না কি খাচ্ছি
না? বুঝতে মোটেই পারছি না
পারলে কি আর এসব কথা বলতে হয়!
খাওয়ার এত ভড়ং তাই কুকুর বেড়াল তুলছে হাই
খাদ্য কথার রকমফের পদ্ধতিও
দেখছি ঢের
ছাইপাঁশেরও বন্ধু যত হাসছে সব,
খাওয়ার নেশায় সাঁঝসকাল মিথ্যে কথায় দিচ্ছি তাল
সত্য যা তা মিথ্যে এবং অসম্ভব।
কে যে কখন খাচ্ছে
কি বুঝতে আদৌ পাচ্ছে কি?
ভাবলে দেখি মগজ কখন চিচিং ফাঁক।
সেই ফাঁকে সব গাছ
গজায়! দু’কুল তখন থাক বজায়,
বাজায় তখন নিজেই নিজের বিশাল ঢাক।
বললে এসব বিস্ফোরক, সবাই যে যার উল্টে চোখ
টানবে কোলে দিলখোলা সব কথার ঝোল।
খাবার নেশায় হায়রে
হায় কে যে কখন পাল্টি খায়
বুঝতে দেখি নিজেই কত খাচ্ছি ঘোল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন