মনের কথা
মনটা যদি পাখা মেলে কে রাখে আর ধরে
দরজা এঁটে তখন তাকে যায় না রাখা ঘরে।
ফুড়ুৎ করে যায় সে উড়ে যেথায় যেতে চায়
মনকে বেঁধে রাখবে কে চার দেওয়াল সীমানায়।
উড়ে গিয়ে আকাশেতে পাখির সাথে ওড়ে
সবুজ ঘাসের গালিচাতে লুটিয়ে সে পড়ে।
মন চাইলে যায় সে উড়ে মেলে দিয়ে ডানা
এমন সুযোগ পেলে মনে কে রাখে আর মানা।
আকাশ তলে খালে বিলে খোলা মাঠের দেশে
যেথায় আকাশ মাটির বুকে পরম স্নেহে মেশে
মন চলে যায় সেইখানেতে সেথায় করে খেলা
ফুল পাখিদের সাথে খেলে যায় কেটে তার বেলা।
খোলা আকাশ খোলা বাতাস সেথায় মানা নাই
ভরলে উড়ান মন বলে চল সেথায় চলে যাই।
কোথাও না যাই চাও যদি তাই নাও মানা সব তুলে
ঘরকে খোলা আকাশ ভেবে দুঃখ যাব ভুলে।
দরজা এঁটে তখন তাকে যায় না রাখা ঘরে।
ফুড়ুৎ করে যায় সে উড়ে যেথায় যেতে চায়
মনকে বেঁধে রাখবে কে চার দেওয়াল সীমানায়।
উড়ে গিয়ে আকাশেতে পাখির সাথে ওড়ে
সবুজ ঘাসের গালিচাতে লুটিয়ে সে পড়ে।
মন চাইলে যায় সে উড়ে মেলে দিয়ে ডানা
এমন সুযোগ পেলে মনে কে রাখে আর মানা।
আকাশ তলে খালে বিলে খোলা মাঠের দেশে
যেথায় আকাশ মাটির বুকে পরম স্নেহে মেশে
মন চলে যায় সেইখানেতে সেথায় করে খেলা
ফুল পাখিদের সাথে খেলে যায় কেটে তার বেলা।
খোলা আকাশ খোলা বাতাস সেথায় মানা নাই
ভরলে উড়ান মন বলে চল সেথায় চলে যাই।
কোথাও না যাই চাও যদি তাই নাও মানা সব তুলে
ঘরকে খোলা আকাশ ভেবে দুঃখ যাব ভুলে।
সুন্দর
উত্তরমুছুন