সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দাড়ি দ্রিম দ্রিম - সৌমিত্র চক্রবর্তী

দাড়ি দ্রিম দ্রিম

কোনো দাড়ি খোঁচা খোঁচা
কোনো দাড়ি লম্বা
কোনো দাড়ি কুচিপুডি
কোনো দাড়ি সাম্বা।

কোনো দাড়ি সাদা কালো
সরষের বাহারে
কোনো দাড়ি ঘষে দিলে
লোকে বলে বাবা রে!

কোনো দাড়ি পলিটিক্স
কোনো দাড়ি গুন্ডা
কোনো দাড়ি টুকটাক
থুতনির ফান্ডা।

কোনো দাড়ি নূর আর
কোনো দাড়ি চাইনিজ
কোনো দাড়ি মেছো বাস
ফ্রেঞ্চকাট গোয়ানিজ।

কোনো দাড়ি ঘেমো ছি
কোনো দাড়ি সেক্সি
কোনো দাড়ি চাটগাঁর
শুঁটকির ফ্লেক্সি।

কোনো দাড়ি সোনা রং
টিন এজ রেশমি
কোনো দাড়ি ফিসফিস
কুল বেবি কিস মি!

কোনো দাড়ি হাইফাই
লিমোজিন বস কে
কোনো দাড়ি চোরাগলি
ভয় পাওয়া ছিঁচকে।

কোনো দাড়ি টিপটপ
ফিল্মের ডায়ালগ
কোনো দাড়ি অগোছালো
কবিদের ক্যাটালগ।

কোনো দাড়ি উগ্র
কোনো দাড়ি শান্ত
কোনো দাড়ি গিলে খায়
বাপ্রে কে জানতো!

দাড়ি কথা শেষ করে
কার এত সাধ্যি
চোদ্দয় পড়লেই
মুখে দাড়ি বাদ্যি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,