সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আলী হোসেন। দুই ছড়াক্কা

ছড়াকার আলী হোসেনের জনপ্রিয় ছড়া, ছড়াক্কা 

ছড়াকার আলী হোসেনের জনপ্রিয় ছড়া, ছড়াক্কা
অলীক সুখ

মুখের আড়ালে অন্য মুখ তাতেই দেখাও অলীক সুখ
মুখোশ পরে বাসছো ভালো
মাখিয়ে মুখে চাঁদের আলো
আড়াল থেকে মারছো ছুরি
করছো আমার পুকুর চুরি
তাতেই নাকি পালটে দেশে আসবে সে এক নতুন যুগ!

দেখাও, এযুগেরই নায়ক তুমি স্বপ্নপুরির সোনার মুখ
বলছো তুমি রাজার মত
সারিয়ে নাকি বুকের ক্ষত
রথ ছুটিয়ে আসছো তুমি
গড়তে নতুন ভারত ভূমি
যাতে, ভোগ করবে এদেশবাসি মর্ত্যে বসেই স্বর্গসুখ!

---------x----------

ছড়াকারের আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।