ছড়াকার আলী হোসেনের জনপ্রিয় ছড়া, ছড়াক্কা
মুখের আড়ালে অন্য মুখ তাতেই দেখাও অলীক সুখ
মুখোশ পরে বাসছো ভালো
মাখিয়ে মুখে চাঁদের আলো
আড়াল থেকে মারছো ছুরি
করছো আমার পুকুর চুরি
তাতেই নাকি পালটে দেশে আসবে সে এক নতুন যুগ!
দেখাও, এযুগেরই নায়ক তুমি স্বপ্নপুরির সোনার মুখ
বলছো তুমি রাজার মত
সারিয়ে নাকি বুকের ক্ষত
রথ ছুটিয়ে আসছো তুমি
গড়তে নতুন ভারত ভূমি
যাতে, ভোগ করবে এদেশবাসি মর্ত্যে বসেই স্বর্গসুখ!
---------x----------
ছড়াকারের আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন