সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কাকলি গুহ রক্ষিত। ছড়াক্কা।

এখনও বসন্ত আসে

এখনও পলাশের রঙ লাল এখনও মাঝি ধরে থাকে হাল
এখনও কোকিলের ডাক শুনি
এখনও মাস দিন ক্ষণ গুনি
চারিদিকে গোলা বারুদের গন্ধ
প্রতিবাদ কলকারখানা বন্ধ
তবুও তো বাগানে ফুল ফোটে চাঁদ ওঠে,হেসে ওঠে আগামীকাল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।