বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন, বাংলা সাহিত্য ছড়ার পাতা,
এই ব্লগটি সন্ধান করুন
কাকলি গুহ রক্ষিত। ছড়াক্কা।
এখনও বসন্ত আসে
এখনও পলাশের রঙ লাল এখনও মাঝি ধরে থাকে হাল
এখনও কোকিলের ডাক শুনি
এখনও মাস দিন ক্ষণ গুনি
চারিদিকে গোলা বারুদের গন্ধ
প্রতিবাদ কলকারখানা বন্ধ
তবুও তো বাগানে ফুল ফোটে চাঁদ ওঠে,হেসে ওঠে আগামীকাল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন