বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন, বাংলা সাহিত্য ছড়ার পাতা,
এই ব্লগটি সন্ধান করুন
ছুটির পরে - নিলুফার মতিন
ছুটির পরে
ঢং ঢং ঢং ঘণ্টা বাজে
পড়ালেখা ছুটি
রঙ রঙ রঙ নানা সাজে
ফুল হয়ে আয় ফুটি
শোন শোন শোন বিকেলবেলা
আয়রে সবাই জুটি
দূর দূর দূর মাঠের পরে
খেলবো লুটোপুটি।
কল কল কল নদীর মত
আয় নারে সুর তুলে
বল বল বল প্রাণের কথা
বল না মন খুলে।
লাল লাল লাল সুর্য ডোবে
পশ্চিমাকাশ পরে
চল চল চল দল বেধে সব
যাই ফিরে যাই ঘরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন