সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাজা সাজা - রূপক চট্টরাজ


রাজা সাজা

রাজা সাজার শখ হয়েছে
মুকুট কোথায় পাব
সেই কথাটা ভাবছি আমি
তুমিও একটু ভাবো
রাজা সাজার শখ হয়েছে
সৈন্য কোথায় পাব
সেই কথাটা ভাবছি এখন
তুমিও একটু ভাবো

রাজার ছিল হাতি-ঘোড়া
এখন কোথায় পাব
সেই কথাটা ভাবছি আমি
তুমিও একটু ভাবো

রাজার ছিল ঢাল-তলোয়ার
এখন কোথায় পাব
সেই কথাটা ভাবছি আমি
তুমিও একটু ভাবো

রাজার এখন কামান বিমান
সুইচ বোমা রকেট
না হয় আনবে বিদেশ থেকে
ভর্তি এখন পকেট

কাচের ঘরে বসেই সুইচ
টিপেই দেবে সাজা
ধ্বংস করেই যুদ্ধ জয়
করবে সুইচ রাজা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।