রাজা সাজা
রাজা সাজার শখ হয়েছে
মুকুট কোথায় পাব
সেই কথাটা ভাবছি আমি
তুমিও একটু ভাবো
রাজা সাজার শখ হয়েছে
সৈন্য কোথায় পাব
সেই কথাটা ভাবছি এখন
তুমিও একটু ভাবো
রাজার ছিল হাতি-ঘোড়া
এখন কোথায় পাব
সেই কথাটা ভাবছি আমি
তুমিও একটু ভাবো
রাজার ছিল ঢাল-তলোয়ার
এখন কোথায় পাব
সেই কথাটা ভাবছি আমি
তুমিও একটু ভাবো
রাজার এখন কামান বিমান
সুইচ বোমা রকেট
না হয় আনবে বিদেশ থেকে
ভর্তি এখন পকেট
কাচের ঘরে বসেই সুইচ
টিপেই দেবে সাজা
ধ্বংস করেই যুদ্ধ জয়
করবে সুইচ রাজা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন