সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মন কি বাত : আলী হোসেন

ছড়াকার আলী হোসেনের জনপ্রিয় ছড়া : মন কি বাত 

মন কি বাত

রেকর্ড গড়ছি আমি
যাবৎ কালে টাকার মূল্য
সবচেয়ে নিম্ন গামী

রেকর্ড ভাঙছি আমি
মানুষের চে' দেখো এখন
পশুর জীবন দামী

রেকর্ড গড়ছি আমি
দেশ নয় দেশবাসীর মূল্য
অনেক গেছে নামি

রেকর্ড ভাঙছি আমি
দেশের টাকা বিদেশ যাওয়া
অনুপাত হল দামি

রেকর্ড গড়ছি আমি
অপবিজ্ঞানের প্রচার দেখে
বিজ্ঞান গেছে থামি

রেকর্ড গড়ছি আমি
যুক্তিতে নয় ভক্তিতে জয়
এই মন্ত্রই দামি

রেকর্ড গড়ছি আমি
বেকার যুবক শিক্ষা ছেড়ে
খেলছে দেখো রামি

রেকর্ড ভাঙছি আমি
স্কুল তুলে শিক্ষার মূলে
আঘাত হানছি মামী

রেকর্ড গড়ছি আমি
জাতি নয় জাত-ধর্ম বড়
বলছে দেশের স্বামী
-----x----

ছড়াকারের আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,