লঘুগুরু
তুমি বন্ধু কাছের মানুষ, বলতে পারো সবই
ইচ্ছা করলে পক্ষে বলো
যেমন ইচ্ছে তেমন চলো
ইচ্ছা করলে বিপক্ষেও
আমার কিন্তু পক্ষে ছাড়া, বলতে নিষেধ সবই
ইচ্ছা করলে পক্ষে বলো
যেমন ইচ্ছে তেমন চলো
ইচ্ছা করলে বিপক্ষেও
আমার কিন্তু পক্ষে ছাড়া, বলতে নিষেধ সবই
তুমি বন্ধু কাছের মানুষ, একটুখানি হেসে
দু'হাত তুলে গাইতে পারো
দরকারে হাত তুলতে পারো
যেমন ইচ্ছা বলতে পারো
আমায় কিন্তু যেতে হবে, শুধুই ভালোবেসে
দরকারে হাত তুলতে পারো
যেমন ইচ্ছা বলতে পারো
আমায় কিন্তু যেতে হবে, শুধুই ভালোবেসে
তুমি ভালোবাসতে পারো, তোমার মধ্যে মিশে
থাকতে পারি যেমন খুশি
বলবে না লাভ-জিহাদ-দূষী
আমার মধ্যে তুমি এলেই
সমাজ যে যায় রসাতলে, দেশ ভরে যায় বিষে
থাকতে পারি যেমন খুশি
বলবে না লাভ-জিহাদ-দূষী
আমার মধ্যে তুমি এলেই
সমাজ যে যায় রসাতলে, দেশ ভরে যায় বিষে
আমার মধ্যে তোমার আসা, তোমার মধ্যে আমি
লক্ষ বছর বেঁচে আছি
ভ্রমর হয়ে কাছাকাছি
বুঝছি না কে তুলে দেওয়াল
পর করেছে কেউ জানেনা, কেবল জানে অন্তর্যামী
লক্ষ বছর বেঁচে আছি
ভ্রমর হয়ে কাছাকাছি
বুঝছি না কে তুলে দেওয়াল
পর করেছে কেউ জানেনা, কেবল জানে অন্তর্যামী
----------x----------
ছড়াকারের আরও ছড়া পড়তে এখানে ক্লিক করুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন