সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চাকরি চাই - অমরেশ বিশ্বাস,

চাকরি চাই

লোকে বলে পুজো এলে সবাই খুশি হয়
বলে বলুক লোকে তবে সত্যি মোটেই নয়
ব্যথা যে খুব আমার বুকে
কেমন করে বলি মুখে
টাকাকড়ির আমাদানি নাই না আছে সঞ্চয়।

ছেলেমেয়ে তাকিয়ে ঠায় বউ চেয়েছে শাড়ি
ব্লেড কেনার পয়সা যে নাই মুখে লম্বা দাঁড়ি
কেমন করে বায়না মেটাই
এবার আমার হবে পেটাই
বাঁচতে হলে বেচতে হবে বাপের ভিটে বাড়ি।

পুজো এলে আনন্দেতে ভাবি ভেসে যাই
কারখানাটা খুলবে কবে তা তো জানা নাই
বছর বছর পুজো আসে
আমার দুচোখ জলে ভাসে
দুগগা মা'কে বলব এবার একটা চাকরি চাই।
----------------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।