গাঁয়ে এসো
তোমার জন্য শেষ বিকেলের রোদ
হালকা ভেজা নরোম মেঘের আদর
মিহি বাতাস মুগ্ধ পরশ মাখা
মন ভরাবে দোয়েল পাখির শিষ
চুপটি করে কলমী ফুলের বনে
গঙ্গাফড়িং ধরতে যাবে যখন
অনেক স্মৃতি পড়বে তোমার মনে।
একটু আগাও - শাপলা ফোটা দিঘি
ডাকবে কাছে মুচকি হাসি হেসে
কাশবাগানের পাশ কাটিয়ে গেলে
মটরশুটি টানবে ভালোবেসে।
কলাই ফুলও হেসে কুটিকুটি
বেলাশেষে শিশির ছোঁয়া পেয়ে
ডাক দিবে আয়, আমন ধানের ক্ষেত
ডাক দিবে আয়- প্রজাপতির মেয়ে।
তাদের সাথে কাটবে বেলা ভালো
গড়িয়ে বিকেল সন্ধ্যে যখন নামে
জোনাকীরা গান শোনাবে তোমায়
একটা চিঠি পাবে হলুদ খামে
চিঠির ভাঁজে থাকবে গোলাপ কলি
গাঁয়ে এসো - তাইতো তোমায় বলি ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন