সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গাঁয়ে এসো - ফজলুল হক মিলন

গাঁয়ে এসো

তোমার জন্য শেষ বিকেলের রোদ
হালকা ভেজা নরোম মেঘের আদর
মিহি বাতাস মুগ্ধ পরশ মাখা
দোল খাওয়া এক সবুজ মাঠের চাদর!
মন ভরাবে দোয়েল পাখির শিষ
চুপটি করে কলমী ফুলের বনে
গঙ্গাফড়িং ধরতে যাবে যখন
অনেক স্মৃতি পড়বে তোমার মনে।

একটু আগাও - শাপলা ফোটা দিঘি
ডাকবে কাছে মুচকি হাসি হেসে
কাশবাগানের পাশ কাটিয়ে গেলে
মটরশুটি টানবে ভালোবেসে।

কলাই ফুলও হেসে কুটিকুটি
বেলাশেষে শিশির ছোঁয়া পেয়ে
ডাক দিবে আয়, আমন ধানের ক্ষেত
ডাক দিবে আয়- প্রজাপতির মেয়ে।

তাদের সাথে কাটবে বেলা ভালো
গড়িয়ে বিকেল সন্ধ্যে যখন নামে
জোনাকীরা গান শোনাবে তোমায়
একটা চিঠি পাবে হলুদ খামে

চিঠির ভাঁজে থাকবে গোলাপ কলি
গাঁয়ে এসো - তাইতো তোমায় বলি ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।