হাতটা ধর
মনে আজ ধরতাই
ঝাঁপতালে ফিরে যাই
সেই শৈশবে
একে দু'য়ে তিন চার
মিলে মিশে একাকার
হই বৈভবে
জুড়ে জুড়ে চৌখুপি
পরে নিয়ে সেই টুপি
খুব হেঁটেছি
হারাবার ভয় নেই
খুশির দুহাতে যেই
রঙ বেটেছি
হাতে সব হাত ধর
গোলটাই বড় কর
পৃথিবী-সমান
ছোট ছোট সুখ গুলো
ভাগ করে বড় হল
আকাশ প্রমাণ
কালো রাত সব জেনে
বিষাদকে নিল টেনে
বুকের ভেতর ৷
আমরাও ঋণী থাকি
যাপনের স্রোত মাখি
মনে আজ ধরতাই
ঝাঁপতালে ফিরে যাই
সেই শৈশবে
একে দু'য়ে তিন চার
মিলে মিশে একাকার
হই বৈভবে
জুড়ে জুড়ে চৌখুপি
পরে নিয়ে সেই টুপি
খুব হেঁটেছি
হারাবার ভয় নেই
খুশির দুহাতে যেই
রঙ বেটেছি
হাতে সব হাত ধর
গোলটাই বড় কর
পৃথিবী-সমান
ছোট ছোট সুখ গুলো
ভাগ করে বড় হল
আকাশ প্রমাণ
কালো রাত সব জেনে
বিষাদকে নিল টেনে
বুকের ভেতর ৷
আমরাও ঋণী থাকি
যাপনের স্রোত মাখি
হবে ভেবে ভোর
---------
---------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন