সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হাতটা ধর - ইন্দ্রাণী ভট্টাচার্য

হাতটা ধর

মনে আজ ধরতাই
ঝাঁপতালে ফিরে যাই
সেই শৈশবে
একে দু'য়ে তিন চার
মিলে মিশে একাকার
হই বৈভবে

জুড়ে জুড়ে চৌখুপি
পরে নিয়ে সেই টুপি
খুব হেঁটেছি
হারাবার ভয় নেই
খুশির দুহাতে যেই
রঙ বেটেছি

হাতে সব হাত ধর
গোলটাই বড় কর
পৃথিবী-সমান
ছোট ছোট সুখ গুলো
ভাগ করে বড় হল
আকাশ প্রমাণ

কালো রাত সব জেনে
বিষাদকে নিল টেনে
বুকের ভেতর ৷
আমরাও ঋণী থাকি
যাপনের স্রোত মাখি
হবে ভেবে ভোর
---------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,