সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ওয়ান টু টেন - শ্যামলী দাস


ওয়ান টু টেন

ওয়ান টু থ্রি 
হোমটাস্ক ফুল কমপ্লিট 
এখন আমি ফ্রি

টু থ্রি ফোর 
বাংলা ছড়া? শোনো তবে 
বলছি -'লিচুচোর।'

থ্রি ফোর ফাইভ 
স্নানের সময় আজ পুকুরে 
দেবোই দেবো ডাইভ ।

ফোর ফাইভ সিক্স 
আতা গাছে চড়বো যখন 
তোলো কিন্তু পিকস ।

ফাইভ সিক্স সেভেন 
ঠাম্মা বলে এই আর্থ-এই 
আছে নাকি হেভেন ! 

সিক্স সেভেন এইট 
বিকেলবেলা খেলতে যাবো 
সাথে ক্রিকেট কিট । 

সেভেন এইট নাইন 
আমার আঁকা ছবি দেখে 
বললো জেঠু - 'ফাইন !' 

এইট নাইন টেন 
এখন আমি লিখবো ছড়া 
নিয়ে কাগজ পেন ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,