ওয়ান টু থ্রি
হোমটাস্ক ফুল কমপ্লিট
এখন আমি ফ্রি
টু থ্রি ফোর
বাংলা ছড়া? শোনো তবে
বলছি -'লিচুচোর।'
থ্রি ফোর ফাইভ
স্নানের সময় আজ পুকুরে
দেবোই দেবো ডাইভ ।
ফোর ফাইভ সিক্স
আতা গাছে চড়বো যখন
তোলো কিন্তু পিকস ।
ফাইভ সিক্স সেভেন
ঠাম্মা বলে এই আর্থ-এই
আছে নাকি হেভেন !
সিক্স সেভেন এইট
বিকেলবেলা খেলতে যাবো
সাথে ক্রিকেট কিট ।
সেভেন এইট নাইন
আমার আঁকা ছবি দেখে
বললো জেঠু - 'ফাইন !'
এইট নাইন টেন
এখন আমি লিখবো ছড়া
নিয়ে কাগজ পেন ।
ভালো
উত্তরমুছুন