সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভাবিয়ে তুলছে - আনসার উল হক

ভাবিয়ে তুলছে

কোনদিকে যাও! বোনটিকে নাও
সঙ্গে
কখন কী হয় ঝড়ো হওয়া বয়
বঙ্গে।
সূর্যের তেজ ক্রমশঃ বাড়ছে,
আরও
বিকিরণ নিয়ে মাথাব্যাথা নেই
কারো।

ঘাসগুলো কাঁপে ফুলগুলো কাঁপে
’য়ে
দিনেও কাঁপছে রাতেও কাঁপছে
ভয়ে।
মানুষ তবুও টিকি দাড়ি বয়
কাঁধে
জোৎস্নার আলো লুকোয় ভয়েতে
চাঁদে।
বিজ্ঞান নিয়ে মশকরা করে
হাসে
ভুমিকম্পতে শাঁখের আওয়াজ
ভাসে।
ভাবিয়ে তুলছে গল্পের গরু
হায়!
হেসে কুটিকুটি হয় সুকুমার

রায়।
-------------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,