ভাবিয়ে তুলছে
কোনদিকে যাও! বোনটিকে নাও
সঙ্গে
কখন কী হয় ঝড়ো হওয়া বয়
বঙ্গে।
সূর্যের তেজ ক্রমশঃ বাড়ছে,
আরও
বিকিরণ নিয়ে মাথাব্যাথা নেই
কারো।
ঘাসগুলো কাঁপে ফুলগুলো কাঁপে
শ’য়ে
দিনেও কাঁপছে রাতেও কাঁপছে
ভয়ে।
মানুষ তবুও টিকি দাড়ি বয়
কাঁধে
জোৎস্নার আলো লুকোয় ভয়েতে
চাঁদে।
বিজ্ঞান নিয়ে মশকরা করে
হাসে
ভুমিকম্পতে শাঁখের আওয়াজ
ভাসে।
ভাবিয়ে তুলছে গল্পের গরু
হায়!
হেসে কুটিকুটি হয় সুকুমার
রায়।
-------------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন