সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সম্ভাবনার আলো - অদ্বৈত মারুত

সম্ভাবনার আলো

দেশের প্রতি থাকে যদি
অটুট প্রীতির বাঁধন
সহজ তবেই হতে পারে
অনেক কঠিন সাধন।

গণতন্ত্রের ঘটলে ব্যাঘাত
শান্তি যাবে চুলোয়
মানবতার সব আবাহন
মিশবে পথের ধুলোয়।

সঙ্কটে আর সমস্যাতেই
দেশ পতিত হলে
রেহাই কারও জুটবে না তো
হাজারও কৌশলে।

একলা চলার নীতি ছেড়ে
যৌথ চলাই ভালো
তবেই উঁকি দেবে আবার

সম্ভাবনার আলো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।