সম্ভাবনার আলো
দেশের প্রতি থাকে যদি
অটুট প্রীতির বাঁধন
সহজ তবেই হতে পারে
গণতন্ত্রের ঘটলে ব্যাঘাত
শান্তি যাবে চুলোয়
মানবতার সব আবাহন
মিশবে পথের ধুলোয়।
সঙ্কটে আর সমস্যাতেই
দেশ পতিত হলে
রেহাই কারও জুটবে না তো
হাজারও কৌশলে।
একলা চলার নীতি ছেড়ে
যৌথ চলাই ভালো
তবেই উঁকি দেবে আবার
সম্ভাবনার আলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন