সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কোথায় যাচ্ছি? - জুলফিকার শাহাদাৎ

কোথায় যাচ্ছি?

কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
পায়ে-পায়ে শুধু হোঁচট খাচ্ছি

দেখছি মেঘের আনাগোনাও
বজ্র-উল্কার আওয়াজ পাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
কোথায় যাচ্ছি জানে না কেহ
জীবিত হয়েও নিথর দেহ
কাঠ-কয়লায় মিশেছে জীবন
কেবলই লাশের গন্ধ পাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
মানুষ নাকি হায়না আমরা?
একে-অপরের তুলছি চামড়া
মুখ দেখাদেখি বন্ধ রেখেছি
আপনজনের রক্ত খাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
কোথায় যাচ্ছি? কোথায় ভাসছি?
রক্তনদীর কিনারে আসছি
সাঁতার জানি না, ডুবেই মরবো
তবুও আমরা খুশিতে হাসছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,