কোথায় যাচ্ছি?
কোথায়
যাচ্ছি? কোথায় যাচ্ছি?
পায়ে-পায়ে শুধু হোঁচট খাচ্ছি
দেখছি মেঘের আনাগোনাও
বজ্র-উল্কার আওয়াজ পাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
কোথায়
যাচ্ছি জানে না কেহ
জীবিত হয়েও নিথর দেহ
কাঠ-কয়লায় মিশেছে জীবন
কেবলই লাশের গন্ধ পাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
জীবিত হয়েও নিথর দেহ
কাঠ-কয়লায় মিশেছে জীবন
কেবলই লাশের গন্ধ পাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
মানুষ
নাকি হায়না আমরা?
একে-অপরের তুলছি চামড়া
মুখ দেখাদেখি বন্ধ রেখেছি
আপনজনের রক্ত খাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
একে-অপরের তুলছি চামড়া
মুখ দেখাদেখি বন্ধ রেখেছি
আপনজনের রক্ত খাচ্ছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
কোথায়
যাচ্ছি? কোথায় ভাসছি?
রক্তনদীর কিনারে আসছি
সাঁতার জানি না, ডুবেই মরবো
তবুও আমরা খুশিতে হাসছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
রক্তনদীর কিনারে আসছি
সাঁতার জানি না, ডুবেই মরবো
তবুও আমরা খুশিতে হাসছি
কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন