সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

হয়তো তাই - শঙ্কর বন্দ্যোপাধ্যায়

হয়তো তাই

হয়তো তাই,
অতি যান্ত্রিক জীবনাবর্তে
আশা নিরাশার ঝঞ্ঝাবর্তে
বেঁচে আছি আজও,
পাই না পাই......


চাঁদ ওঠে, ডোবে
ফুল ফোটে, ঝরে
জীবনমঞ্চে নট নটি ঘোরে,
চাই না চাই......

রোশনাই আছে, আছে হাহুতাশ
কারও পৌষ মাস, কারও সর্বনাশ
ফুটপাথ ভরা বেওয়ারিশ শিশু,
মাই গো মাই......

আছে খরা, আছে উত্তাল বান
আছে আলপথ, আকাশে বিমান
সব আছে শুধু জীবনের মান,
নাই রে নাই......

তবু রে ভাই,
আজও মায়া আছে, আছে ভালবাসা
স্নেহ, দয়া আছে, ভোরের কুয়াশা
জীবনের আরও অনেক রশদ,
ভাই রে ভাই......

এই যান্ত্রিক জীবনাবর্তে
বেআইনের স্বর্গ, মর্তে
বেঁচে আছি আজও,
হয়তো তাই ।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।