সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পুজোর মানে - দুলাল বন্দ্যোপাধ্যায়


পুজোর মানে

পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা;
পুজো মানে রোদ বৃষ্টির
লুকোচুরি খেলা

পুজো মানে হিমেল বাতাস
রাখালিয়া বাঁশি;
পুজো মানে প্রেয়সীর
নজরকাড়া হাসি।

পুজো মানে হিমের ছোঁয়ায়
শিউলি ফুলের ঘ্রাণ;
পুজো মানে ঢাকের বাদ্যে
ঘরে ফেরার টান।

পুজো মানে তোমায় নিয়ে
কোথাও বেরিয়ে পড়া;
পুজো মানে পটো পাড়ায়,
মায়ের মূর্তি গড়া।

পুজো মানে নতুন পোশাক
মিষ্টি খাওয়ার ধুম;
পুজো মানে অষ্টমিতে
নেই তো কারো ঘুম।

পুজো মানে স্বর্ণযুগের
বাংলা গানের স্মৃতি;
পুজো মানে দশমীতে
সিঁদুর খেলার রীতি।

পুজো এলেই মায়ের কথা
কেবলই মনে পড়ে;
এবার পুজোয় মাগো তুমি
আসছ আমার ঘরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,