পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা;
পুজো মানে রোদ বৃষ্টির
লুকোচুরি খেলা
পুজো মানে হিমেল বাতাস
রাখালিয়া বাঁশি;
পুজো মানে প্রেয়সীর
নজরকাড়া হাসি।
পুজো মানে হিমের ছোঁয়ায়
শিউলি ফুলের ঘ্রাণ;
পুজো মানে ঢাকের বাদ্যে
ঘরে ফেরার টান।
পুজো মানে তোমায় নিয়ে
কোথাও বেরিয়ে পড়া;
পুজো মানে পটো পাড়ায়,
মায়ের মূর্তি গড়া।
পুজো মানে নতুন পোশাক
মিষ্টি খাওয়ার ধুম;
পুজো মানে অষ্টমিতে
নেই তো কারো ঘুম।
পুজো মানে প্রেয়সীর
নজরকাড়া হাসি।
পুজো মানে হিমের ছোঁয়ায়
শিউলি ফুলের ঘ্রাণ;
পুজো মানে ঢাকের বাদ্যে
ঘরে ফেরার টান।
পুজো মানে তোমায় নিয়ে
কোথাও বেরিয়ে পড়া;
পুজো মানে পটো পাড়ায়,
মায়ের মূর্তি গড়া।
পুজো মানে নতুন পোশাক
মিষ্টি খাওয়ার ধুম;
পুজো মানে অষ্টমিতে
নেই তো কারো ঘুম।
পুজো মানে স্বর্ণযুগের
বাংলা গানের স্মৃতি;
পুজো মানে দশমীতে
সিঁদুর খেলার রীতি।
বাংলা গানের স্মৃতি;
পুজো মানে দশমীতে
সিঁদুর খেলার রীতি।
পুজো এলেই মায়ের কথা
কেবলই মনে পড়ে;
এবার পুজোয় মাগো তুমি
আসছ আমার ঘরে।
কেবলই মনে পড়ে;
এবার পুজোয় মাগো তুমি
আসছ আমার ঘরে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন