স্বপ্ন
বাতাস আমার বন্ধু আমি
তার নই-যে কেউ
তাইতো পাখির স্বপ্ন চোখে
ভাঙি সাগর ঢেউ।
তার নই-যে কেউ
তাইতো পাখির স্বপ্ন চোখে
ভাঙি সাগর ঢেউ।
কষ্ট পিছু নেয় আমারই
ভয় ডাকেনা আমায়
সঙ্গিবিহীন কষ্টসময়
ভয়কে কেবল থামায়।
ভয় ডাকেনা আমায়
সঙ্গিবিহীন কষ্টসময়
ভয়কে কেবল থামায়।
গুনগুনিয়ে চোখের পানি
মাঝ সায়রেই ঝরে
আজ কিম্বা কাল পাবো ঠিক,
আসবে চড়ুই ঘরে।
মাঝ সায়রেই ঝরে
আজ কিম্বা কাল পাবো ঠিক,
আসবে চড়ুই ঘরে।
-------xx------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন