সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্বপ্ন - সাদিয়া ইসলাম বৃষ্টি

স্বপ্ন

চড়ুই পাখি বাম বুকেতে
বাধঁবে ছোট ঘর,
স্বপ্ন আমার তাইতো আমি
আজকে যাযাবর।

বাতাস আমার বন্ধু আমি
তার নই-যে কেউ
তাইতো পাখির স্বপ্ন চোখে
ভাঙি সাগর ঢেউ।

কষ্ট পিছু নেয় আমারই
ভয় ডাকেনা আমায়
সঙ্গিবিহীন কষ্টসময়
ভয়কে কেবল থামায়।

গুনগুনিয়ে চোখের পানি
মাঝ সায়রেই ঝরে
আজ কিম্বা কাল পাবো ঠিক,
আসবে চড়ুই ঘরে।
       -------xx------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,