সুখ-শান্তি সর্ব
সুখ-শান্তি সর্ব - রব্বানী চৌধুরী
রাজা বলে রানীকেএইদেশে মানী কে?
রানী বলে জানিনা
রাজা বলে ফানি না?
ভুলে গেলে আমাকে
দেয় খানি-জামা কে?
রানী বলে বাপ রে!
দিতে আছো চাপ রে!
আছি এক কাপড়ে
পড়ে গেছি ফাঁপরে!
রাজা বলে চুপ রে!
ফাটকের রূপ রে
দেখো নি তো দেখাবো
লাথি মেরে শেখাবো
আমি কতো জ্ঞানী রে!
রানী বলে জানি রে!
এছাড়া তো পারো না
বিরোধী কে ছাড়ো না!
তুমি কতো নিচু রে
কে ঘুরবে পিছু রে?
কল্যাণ করলে
সৎপথ ধরলে
মানী হতে পারবে
নতুবা যে হারবে।
রাজা বলে মানি না
ওটা মানহানি না?
রানী বলে রুক্ষ
শাসন কী সূক্ষ্ম?
রাজা বলে বুঝবো
সুশাসন খুঁজবো।
সৎপথে চলবো
ন্যায়কথা বলবো।
প্রজাদের মানবো
সুখ-দুখ জানবো।
সুখ-শান্তি সর্ব
নয়াদেশ গড়বো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন