সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সুখ-শান্তি সর্ব - রব্বানী চৌধুরী

সুখ-শান্তি সর্ব


রাজা বলে রানীকে
এইদেশে মানী কে?
রানী বলে জানিনা
রাজা বলে ফানি না?
ভুলে গেলে আমাকে
দেয় খানি-জামা কে?
রানী বলে বাপ রে!
দিতে আছো চাপ রে!
আছি এক কাপড়ে
পড়ে গেছি ফাঁপরে!
রাজা বলে চুপ রে!
ফাটকের রূপ রে
দেখো নি তো দেখাবো
লাথি মেরে শেখাবো
আমি কতো জ্ঞানী  রে!
রানী বলে জানি রে!
এছাড়া তো পারো না
বিরোধী কে ছাড়ো না!
তুমি কতো নিচু রে
কে ঘুরবে পিছু রে?
কল্যাণ করলে
সৎপথ ধরলে
মানী হতে পারবে
নতুবা যে হারবে।
রাজা বলে মানি না
ওটা মানহানি না?
রানী বলে রুক্ষ
শাসন কী সূক্ষ্ম?
রাজা বলে বুঝবো
সুশাসন খুঁজবো।
সৎপথে চলবো
ন্যায়কথা বলবো।
প্রজাদের মানবো
সুখ-দুখ জানবো।   
সুখ-শান্তি সর্ব  
নয়াদেশ গড়বো।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।