সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চোর পালালে - উজ্জ্বল বিশ্বাস

চোর পালালে

“চোর পালালে বুদ্ধি বাড়ে”
এই কথাটি মিথ্যা ভাই
হাতেনাতেই মিলল প্রমাণ
হলফ করেই বলছি তাই।
আসল কথা খুলেই বলি
শুনুন সবাই মন দিয়ে
অঙ্কে আমি ভীষণ কাঁচা
সত্যি কথায় বলছি এ’
তাইতো সেদিন চোরকে দেখে
শুয়েই ছিলাম চুপ করে
একে একে গয়নাগাটি
সবই নিল সেই চোরে,
বিদায় নিল যখন সে চোর
আনন্দে দু’ হাত তুলে
তুরকি নেচে অঙ্কগুলো
কষতে গেলাম সব ভুলে।
বলতে আমার বুক ফেটে যায়
কষ্ট করে বলছি তাও
চোর পালাল অঙ্ক আমার
মিলল না তো একখানাও!

         -----xx----

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,