সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দিন বদলের ছড়া - বাসুদেব খাস্তগীর

দিন বদলের ছড়া
জীবন চলে আধুনিক সব
নিত্য নতুন যন্ত্রে,
চলে নাতো জীবন কভূ
ঝাঁড় ফুঁক আর মন্ত্রেনতুন নতুন সব প্রযুক্তি
নিত্য হচ্ছে যুক্ত,
দুনিয়াটা হাতের মুঠোয়
মানুষ স্বাধীন মুক্ত
দূরের বলেই কিছুই নেই
নিজের ঘরেই বিশ্ব,
প্রযুক্তি যার হাতে নেই
সেইতো এখন নি:স্ব

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,