বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন, বাংলা সাহিত্য ছড়ার পাতা,
এই ব্লগটি সন্ধান করুন
দিন বদলের ছড়া - বাসুদেব খাস্তগীর
দিন
বদলের ছড়া
জীবন
চলে আধুনিক সব নিত্য
নতুন যন্ত্রে, চলে
নাতো জীবন কভূ ঝাঁড়
ফুঁক আর মন্ত্রে।নতুন
নতুন সব প্রযুক্তি নিত্য
হচ্ছে যুক্ত, দুনিয়াটা
হাতের মুঠোয় মানুষ
স্বাধীন মুক্ত। দূরের
বলেই কিছুই নেই নিজের
ঘরেই বিশ্ব, প্রযুক্তি
যার হাতে নেই সেইতো
এখন নি:স্ব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন