হে মহামানব

কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
মানবতা, মানবতা - এটাই নতুন ইস্যু।নড়েচড়ে বসছে দেশের যতেক পিপু-ফিশু।
মিছিল ক'রে, পোস্টার এঁটে
বুকে পিঠে তকমা সেঁটে
চিৎকারেতে আকাশ ফাটায় যদু হরেন বিশু।
চারপাশের এই হুজুগ মাতায় মোদের ঘরের শিশু:
'মানবতা'-র ভয়ে শুকোয় রক্ত-শিরা-টিস্যু।
একলা কাঁদে জন্মভূমি,
কাঁদছি আমি, কাঁদছো তুমি-
মানবপ্রেমী মহামানব কোথায় তুমি যীশু?
.jpg)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন