শরৎগাথা - আলী হোসেন |
শরৎগাথা : আলী হোসেন |
আকাশ কালো মেঘের ভেলা
সকাল কিম্বা সন্ধ্যাবেলা
চলছে দেখ বকের পাখায় ভেসে,
দিচ্ছে পাড়ি এদেশ ছাড়ি
অচিন দেশে মামার বাড়ি
যেই-খানেতে, আকাশ মাটি মেশে।
আকাশ মাটির মনের কথা
জল করেছে বুকের ব্যথা
মুখের কালো দূর করেছে বেশ,
ভাদ্র এসে ভদ্র বেশে
আশ্বিন তার সঙ্গে মেশে
শিউলি-কাশে ভরিয়ে দিল দেশ।
শরৎ এলো হাওয়ায় ভেসে
শিশির তারই সঙ্গে মেশে
ঘাসের ডগায় রুপোর নাকের ফুল
শরৎ আনে নতুন মানে
দোয়েল শ্যামার নতুন গানে
বাবুই বোনে নতুন কানের দুল
কমতে থাকা বিলের জলে
ডাকপাখিরা হেঁটে চলে
পানকৌড়ি ডুবমারে মাছ ধরতে,
এমন মাসে দুর্গা আসে
লক্ষ্য থাকে অসুর নাশে
মুর্খ চোরা মর্তে আসে মরতে।
------------****---------
* চোরা – দূর্গা যে অসুরকে বিনাশ করেন।
বুধবার, 17 অক্টোবর 2012
9.06.04 অপরাহ্ন
প্রকৃতিপ্রেমী কবি আলী হোসেনের এই ছড়াটি এককথাই অনবদ্য। কবিরাই পারেন প্রকৃতিকে এমন ছন্দবিন্যাসে সাজিয়ে তুলতে। ছড়াটি আমি একবার নয় অনেকবার পড়লাম। তবু যেন মন ভরল না। 'আকাশ মাটির মনের কথা / জল করেছে মনের ব্যথা ...... শিউলি-কাশে ভরিয়ে দিল দেশ'। অনুপম। ধন্যবাদ কবি।
উত্তরমুছুনঅসংখ্য ধন্যবাদ উজ্জ্বল বাবু। আপনার বিশ্লেষণ আমাকে মুগ্ধ করেছে। আমি আপ্লুত।
মুছুনবিষয়টি আমাকে অবাক করেছে। কয়েকবার মন্তব্য লিখলাম, কিন্তু একটা না একটা বাধা তা পোস্ট করতে দিলো না। সুতরাং বিরত রইলাম। কেবলমাত্র শুভেচ্ছা জানালাম।
উত্তরমুছুন