দাদুর টাক
দাদুর টাক বাজায় ঢাক দেখ বানর হনু বসে,
পুড়ুত পুড়ুত হুকো টেনে যায় সে শুধু কেশে।
চর্মের হাল হয় কিসমিস হাড় কখানাই সার,
তামাক খেতে নাতির কাছে পয়সা সে চায় ধার।
হাত-পাগুলো ঝাটারকাটি লাঠি ভর দিয়ে চলে,
গালে একটাও দাঁত নেই কথা ফোকলা মুখে বলে।
চশমাখানায় বেজায় পাওয়ার নাতিকে দেখে হাতি,
চামড়ার উপর লোম নেই যেন লেড়িকুত্তার সাথি।
দাদুর হবে শেষের বিয়ে নিমতলার ওই মেয়ে,
ঢাকবে চোখে তুলসিপাতা দেখবে না আর চেয়ে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন