সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দাদুর টাক - খোকন কুমার রায়

দাদুর টাক


দাদুর টাক বাজায় ঢাক দেখ বানর হনু বসে,
পুড়ুত পুড়ুত হুকো টেনে যায় সে শুধু  কেশে।

চর্মের হাল হয় কিসমিস হাড় কখানাই সার,
তামাক খেতে নাতির কাছে পয়সা সে চায় ধার।
হাত-পাগুলো ঝাটারকাটি লাঠি ভর দিয়ে চলে,
গালে একটাও দাঁত নেই কথা ফোকলা মুখে  বলে।
চশমাখানায় বেজায় পাওয়ার নাতিকে দেখে হাতি,
চামড়ার উপর লোম নেই যেন লেড়িকুত্তার সাথি।
দাদুর হবে শেষের বিয়ে নিমতলার ওই মেয়ে,
ঢাকবে চোখে তুলসিপাতা দেখবে না আর চেয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।