পেটমোটা হনুমান
পেটমোটা হনুমান রোজ
মাঝরাতে,
পাঁউরুটি মেখে খায়
আলকাতরাতে।
কাঠকাটা গুঁড়ো দিয়ে তেলে
ভেজে করা
নিমকি ও ঝুরিভাজা খায়
বাটিভরা।
চাই নিমপাতা দেওয়া ধোঁয়া-ওঠা
চা,
হনুমান জেনো আর কিছু ছোঁবে
না।
এ সব না পায় যদি ভারী যায়
খেপে,
কাগজে কাগজে দেয় গালাগাল
ছেপে।
তাই লোকে একেবারে ঘাঁটায়
না তাকে;
যা চায় তা খেতে দিয়ে খুশি
করে রাখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন