সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পেটমোটা হনুমান - পবিত্র সরকার


পেটমোটা হনুমান

পেটমোটা হনুমান রোজ মাঝরাতে,
পাঁউরুটি মেখে খায় আলকাতরাতে।
কাঠকাটা গুঁড়ো দিয়ে তেলে ভেজে করা
নিমকি ও ঝুরিভাজা খায় বাটিভরা।
চাই নিমপাতা দেওয়া ধোঁয়া-ওঠা চা,
হনুমান জেনো আর কিছু ছোঁবে না।


এ সব না পায় যদি ভারী যায় খেপে,
কাগজে কাগজে দেয় গালাগাল ছেপে।
তাই লোকে একেবারে ঘাঁটায় না তাকে;
যা চায় তা খেতে দিয়ে খুশি করে রাখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।