সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাননীয় নিতাইবাবু - সতীশ বিশ্বাস

মাননীয় নিতাইবাবু

মহান এবং মান্যগন্য
ভেবে খুন দেশের জন্য
সবাই বলে, ‘ধন্য’ ‘ধন্য’
একটু গৃহী, অধিক বন্য
মাননীয় নিতাইবাবু!

বাঁকা হাসি কুটিল ঠোঁটে
গদি তার তৈরি নোটে
মুখে তার ভাষণ ফোটে
জেলে বসে লড়েন ভোটে
মাননীয় নিতাইবাবু!

সভায় জনগণকে তোষেন
বিরোধী দলকে দোষেন
পেষাদার গুণ্ডা পোষেন
জনতার রক্ত চোষেন
মাননীয় নিতাইবাবু!


ফাঁক পেলে চাটেন আচার
বাধা দিলে মারেন আছাড়
নেশা আছে খ্যামটা নাচার
নারী, শিশু করেন পাচার
মাননীয় নিতাইবাবু!


ফোন করেন মধ্যরাতে
নিজেও খুনী গব্বো তাতে
ঘা যে তার সব্বো গা-তে
নেই কোন সন্দ তাতে
মাননীয় নিতাইবাবু!

মুখ তার মুখোসে ঢাকা
বাম হাত দারুণ পাকা
কোষাগার করেন ফাঁকা
সুইসব্যাংকে রাখেন টাকা
মাননীয় নিতাইবাবু!

মাছ দেখলে নাড়েন গোঁফ
চুপিচুপি ফেলেন টোপ
চেঁচালে বলেন, ‘চোপ’
ঝোপ বুঝে মারেন কোপ
মাননীয় নিতাইবাবু!

অ-স্থানে কু-স্থানে গ্যাছেন
মন্দিরেও টাকা দ্যাছেন
প্রতিবাদ করলে মুণ্ড ছ্যাঁচেন
সাংসদ কেনেন ও ব্যাচেন
মাননীয় নিতাইবাবু!

পাপ করে লাফ মেরে দেন
পথের কাঁটা সাফ করে দেন
ধর্ষিতাকে গাপ করে দেন
বাসর ঘরে সাপ ছেড়ে দেন
মাননীয় নিতাইবাবু!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

শরৎ গাথা : আলী হোসেন

শরৎগাথা - আলী হোসেন  শরৎগাথা : আলী হোসেন  আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি             এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,