বাড়ি - দেবাশিষ বসু
দেবাশিস বসু
রূপসা নদীর সাঁকোআমায় কেন ডাকো
বললে ও ভাই আজ সারাদিন খাতায় পাতায় আঁকো!
যেই এঁকেছি নদীর দু-কুল, যেই এঁকেছি পাখি
আমার সবুজ গাঁ-কি
অমনি দেখি হাজার নাচের রাখী!
আলো আশার ফুল হয়ে সব বললে কাছে এসে
ফুটবো ভালোবেসে
ছুটবো চলো নতুন গানের দেশে!
দেশ মানে কি আকাশ, নাকি যা খুশি হয় ডাকো?
হৃদয় জুড়ে থকো
গন্ধ ফুলের সোহগ রেণু মাখো!
হাতছানি দেয় রূপকথা আর তাল তমালের সারি
বুঝতে তখন পারি
সেই তো আমার হারিয়ে যাওয়া বাড়ি।
-------xx------
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন