সাঈদুর রহমান লিটন অক্টোবর ২২, ২০২০ ছড়াকারের কণ্ঠে ছড়া পাঠ।কাজের মেয়ে চারুবাসন মাজে কাপড় কাচেমেঝে ও দেয় ঝাড়ু,সারাটা দিন চলতে থাকেকাজের মেয়ে চারু।বাজার করা রান্না করাএদিক ওদিক হলে,শর্তবিহীন চাকুরী তারএমনিতেই যায় চলে।মাথায় থাকে কাজের পাহাড়মেম সাহেবের ঝাড়ি,কাজ কর্ম সব ফেলে দিয়েমন চায় যেতে বাড়ি।চোখের জলে বুক ভিজে যায়এঁটোবাসি খাওয়া,কাজটা ছেড়ে চলে গেলেজীবন রুটির তাওয়া?মাসের শেষে বাবা এসেবলবে দে মা টাকা,অল্প হলেও চারুর টাকায়ঘোরে বাড়ির চাকা। শেয়ার করুন লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ লেবেল সাঈদুর রহমান লিটন শেয়ার করুন লিঙ্ক পান Facebook X Pinterest ইমেল অন্যান্য অ্যাপ মন্তব্যসমূহ
পাখির ছড়া - রূপক চট্টরাজ নভেম্বর ১২, ২০১১ পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে, বাকি অংশ পড়ুন
আকাশতলা - দীপ মুখোপাধ্যায় নভেম্বর ০৪, ২০১১ আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা বাকি অংশ পড়ুন
বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার নভেম্বর ১২, ২০১১ বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা। বাকি অংশ পড়ুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন