সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

স্বাধীনতা কারে বলে - সেঁজুতি সাহা

স্বাধীনতা কারে বলে


সেই তো কবে স্বাধীন হয়েছি
তাড়িয়ে ব্রিটিশ-রাজ
ভাঙতে পেরেছি শৃঙ্খলডোর
প্রশ্ন যে জাগে আজ


সতীদাহ আজ বে-আইনি হল
ঘোষণায় রামমোহন
রূপ কানোয়ার আজও জ্বলে
ঐ স্বাধীনতা তুই শোন

বিধবা-বিবাহ আইনি করতে
কান্না নিলেন যিনি
বঙ্গেই তিনি ত্যাজ্য কেন
বিদ্যাসাগরকে চিনি?

নিরুপমারা আগেও ছিলেন
কাঁদছেন অন্য নামে
নিশা শর্মারা লড়াইয়ে আজও
প্রথা পণ নাই থামে

আগে মেয়েরা কোঠিতে যেত
আসতো যখন পয়গাম
আজকের জ্যোতি অসহায় বড়
মুখেশের বাড়ে নাম

সাহেব তাড়িয়ে সাহেবিয়ানাকে
করেছি যখন আপন
মেট্রোর সেই আলিঙ্গনে কেনো
বৃথা করি নিশি-যাপন

বাহাত্তরের স্বাধীন আমরা
বয়সে হয়েছি প্রবীণ
তবু কেন আজ চিন্তাধারায়
মন রয়ে গেল নবীন?

প্রাপ্ত বয়স্ক দুটো-মন যদি
কাছে আসতে চায়
আধা-সাহেব এই আমাদের কেন
মেনে নিতে এত ভয়

প্রতিবাদ আর প্রতিরোধ ছেড়ে
এটুকু মেনেই নিলে
হিংসা দ্বেষ আজ কমত অনেক
শ্বাস নেওয়া যেত খুলে

বেড়াজাল আর সহিষ্ণুতার
পরাকাষ্ঠাটি পেরিয়ে
জাতপাত আর সংকীর্ণতা দাও
শিক্ষা-আলোয় সরিয়ে

নতুন জাতির কারিগর হই
প্রসারিত করে মন
বুঝি বা বাঁচার এটাই উপায়
জেনো, আপামর জনগণ

-----------------

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাখির ছড়া - রূপক চট্টরাজ

পাখির ছড়া একটি চড়াই সন্ধে হলেই উড়ে এসে বসত গিয়ে পোড়োবাড়ির ঘুলঘুলিতে,

আকাশতলা - দীপ মুখোপাধ্যায়

আকাশতলা - দীপ মুখোপাধ্যায় আকাশতলা চোখ জুড়ানো আকাশতলা ছাউনি পাতায় ঢাকা পথ উজিয়ে ছবির মতন শিউলি টগর আঁকা

বাংলাটা ঠিক আসে না! - ভবানীপ্রসাদ মজুমদার

বাংলাটা ঠিক আসে না! ভবানীপ্রসাদ মজুমদার ছেলে আমার খুব ‘ সিরিয়াস ’ কথায়-কথায় হাসে না জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা।