শরৎগাথা - আলী হোসেন শরৎগাথা : আলী হোসেন আকাশ কালো মেঘের ভেলা সকাল কিম্বা সন্ধ্যাবেলা চলছে দেখ বকের পাখায় ভেসে, দিচ্ছে পাড়ি এদেশ ছাড়ি অচিন দেশে মামার বাড়ি যেই-খানেতে, আকাশ মাটি মেশে।
বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন, বাংলা সাহিত্য ছড়ার পাতা,