পেটমোটা হনুমান পেটমোটা হনুমান রোজ মাঝরাতে, পাঁউরুটি মেখে খায় আলকাতরাতে। কাঠকাটা গুঁড়ো দিয়ে তেলে ভেজে করা নিমকি ও ঝুরিভাজা খায় বাটিভরা। চাই নিমপাতা দেওয়া ধোঁয়া-ওঠা চা, হনুমান জেনো আর কিছু ছোঁবে না।
বাংলা সাহিত্য - অন-লাইন বাংলা ম্যাগাজিন, বাংলা সাহিত্য ছড়ার পাতা,