সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মে, ২০১২ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পেটমোটা হনুমান - পবিত্র সরকার

পেটমোটা হনুমান পেটমোটা হনুমান রোজ মাঝরাতে, পাঁউরুটি মেখে খায় আলকাতরাতে। কাঠকাটা গুঁড়ো দিয়ে তেলে ভেজে করা নিমকি ও ঝুরিভাজা খায় বাটিভরা। চাই নিমপাতা দেওয়া ধোঁয়া-ওঠা চা, হনুমান জেনো আর কিছু ছোঁবে না।

কাকের বিয়ে - জুলফিকার শাহাদাৎ

কাকের বিয়ে কাক গিয়েছে কোলকাতাতে সঙ্গে ছিল কোকিল, বলল কী কাক? শোন কোকিলা আমার বিয়ের উকিল... গঙ্গাপুরের এক কানিবক, বলবো তাকে গিয়ে, করতে এলাম বিয়ে।

মাননীয় নিতাইবাবু - সতীশ বিশ্বাস

মাননীয় নিতাইবাবু মহান এবং মান্যগন্য ভেবে খুন দেশের জন্য সবাই বলে, ‘ধন্য’ ‘ধন্য’ একটু গৃহী, অধিক বন্য মাননীয় নিতাইবাবু!